ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলা, কাটা হলো পায়ের রগ
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৭ পিএম, ২৩ জুলাই ২০২৫

ঝালকাঠির কাঠালিয়ায় ঘুমন্ত অবস্থায় যুবদল নেতা মো. আবদুল খালেক মোল্লার ওপর নৃশংস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয়। কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
৪৪ বছর বয়সী মো. আবদুল খালেক মোল্লা স্থানীয় যুবদলের ২ নম্বর ওয়ার্ডের একটি অংশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাঠালিয়া শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত।
পরিবারের সদস্য এবং পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে খালেক মোল্লা স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত গভীরে ঘরের পশ্চিম পাশের দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রগ কেটে দেওয়া হয়।
তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতের স্ত্রী জেসমিন বেগম জানান, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে ঘটনার খবর পেয়ে কাঠালিয়া-রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনাস্থলে যান।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।’