মানিকগঞ্জে ফেসবুকে ক্ষমা চাওয়ার ২ দিন পর আ.লীগ সম্পাদকের মৃত্যু


মানিকগঞ্জে ফেসবুকে ক্ষমা চাওয়ার ২ দিন পর আ.লীগ সম্পাদকের মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিজের ভুলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়ার দুই দিনের মাথায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ (৫২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে তিনি নিজের বাড়িতে মারা যান।

শহিদুর রহমান ১৫ জুলাই তাঁর ফেসবুক পেজ থেকে লাইভে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগ কোনো ভেদাভেদ নয়, ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে এক হওয়া দরকার।’

তিনি নিজের অতীতের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার দুই দিনের মাথায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় তিনি গ্রেপ্তার হন এবং প্রায় দুই মাস কারাগারে ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×