চাঁদপুরে মসজিদের ইমামের ওপর ছুরিকাঘাত, হামলাকারী আটক
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৪২ পিএম, ১১ জুলাই ২০২৫

চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকায় মসজিদের ভেতর ইমামের ওপর ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে। আহত ইমাম মাওলানা নূরুর রহমান (৬৫) বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষ হওয়ার পর হঠাৎ এক মধ্যবয়সী ব্যক্তি ইমামকে লক্ষ্য করে ধারালো ছুরি নিয়ে হামলা চালান। ঘটনাস্থলে উপস্থিত মুসল্লিরা তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে মারধর করেন এবং মসজিদের ভেতর বেঁধে রাখেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৫০)। তার কাছ থেকে হামলার জন্য ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তিনি ইমামের ওপর হামলা চালিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।
এদিকে, চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানিয়েছেন, ইমামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।