ভারত থেকে পঞ্চগড়ে ফের পুশ-ইন, নারী-শিশুসহ ১৫ জন আটক
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৩০ পিএম, ০৫ জুলাই ২০২৫

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ঢুকিয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৫ জুলাই) দিবাগত গভীর রাতে নীলফামারী ব্যাটালিয়নের আওতাধীন চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে এই পুশ-ইনের ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, ভোরে খুনিয়াপাড়া সীমান্তের ৭৬৪ নম্বর মেইন পিলারের ১৯ নম্বর সাব-পিলার এলাকায় ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কৈলাশ বিওপি সদস্যরা ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। এরপর শিংরোড বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু।
একই রাতে অমরখানা সীমান্তের ৭৪৩ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব-পিলার দিয়ে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্প সদস্যরা আরও পাঁচজন নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করে। সকালে অমরখানা বিওপি সদস্যরা স্থানীয় বোর্ড বাজার এলাকা থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান। এদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও দুজন শিশু রয়েছেন।
আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। খুনিয়াপাড়া সীমান্ত থেকে আটক ১০ জনকে ইতোমধ্যে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অমরখানার ৫ জনের ক্ষেত্রেও হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, পুশ-ইন হওয়া ব্যক্তিদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে এবং তারা প্রকৃত বাংলাদেশি কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত দুই মাসে পঞ্চগড় সীমান্ত দিয়ে সাত দফায় নারী-শিশুসহ মোট ১০১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ। এই পুনরাবৃত্ত ঘটনা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঢাকাওয়াচ/এমএস