বরগুনায় প্রতিবন্ধী ব্যবসায়ীকে মারধরের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬


February 4 2025/borguna-dw-news.webp

বরগুনার তালতলীতে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে তালতলী বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার তালতলী বাজারে এক প্রতিবন্ধী ব্যবসায়ী আবুল কালাম শিকদারকে মারধর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক। ঘটনার প্রতিবাদে সোমবার সাংবাদিকদের সামনে বক্তব্য দেন ভুক্তভোগী আবুল কালাম। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন বাজার কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন।

এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টার দিকে শহিদুল হকের অনুসারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পাল্টা কর্মসূচি হিসেবে মাহবুবুল আলম মামুন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের সমর্থকরা শহিদুল হকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং লাঠিসোঁটা ব্যবহার করা হয়। পরে নৌবাহিনী সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, "শহিদুল হক নিয়মিত বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলেন। প্রতিবাদ করায় তিনি এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে মারধর করেন। আমরা তার বিচার চাই। কিন্তু শহিদুল হক পাল্টা মানববন্ধনের নামে বহিরাগতদের এনে বিশৃঙ্খলা তৈরি করেছেন।"

বাজার কমিটির সভাপতি মাহবুবুল আলম মামুন জানান, শহিদুল হকের অনুসারীরা তার নেতাকর্মীদের ওপর হামলা চালায়, এতে তার তিন জন আহত হন এবং বর্তমানে তারা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অন্যদিকে, আহ্বায়ক শহিদুল হক বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামুন ও মোস্তাক আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করছেন। তারাই আমাদের ওপর আগে হামলা চালিয়েছে। এতে আমাদের ১৩ জন নেতাকর্মী আহত হয়েছে।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, “বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। নৌবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×