ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই


ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির নলছিটিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রেমহার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

হামলায় গুরুতর আহত নজরুল ইসলাম হাওলাদার (৬০) ছোট প্রেমহার গ্রামের মৃত গয়েজউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। নজরুল হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিবন্ধনধারী ডিলার। তিনি বলেন, ‘রোববার রাতে টিসিবির পণ্য বিক্রি শেষে বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলাম। বাবা সাইকেল চালিয়ে সামনে ছিলেন। আমি একটু পেছনে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ সাত-আটজন সন্ত্রাসী বাবার ওপর মরিচের গুঁড়ো ছিটিয়ে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই টিসিবির পণ্য বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।’

এ সময় দুর্বৃত্তরা সাব্বিরের ওপর হামলার চেষ্টা করে। তিনি দৌড়ে রক্ষা পান। এলাকাবাসীর সহায়তায় পরে আহত অবস্থায় তিনি বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সাব্বিরের ভাষ্য, পূর্বপরিকল্পিতভাবে ওই সন্ত্রাসীরা ওত পেতে ছিল।

ছোট প্রেমহারের বাসিন্দা নাজমুল হাসান টিটু বলেন, এ ঘটনার পর এলাকার সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি। না হলে তারা মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালন করবেন।

নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তাদের অভিযোগ পেলে তদন্তের পর ব্যবস্থা নেবেন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×