আদালত চত্বরে কণ্ঠশিল্পী মমতাজকে পঁচা ডিম আর জুতা নিক্ষেপ


আদালত চত্বরে কণ্ঠশিল্পী মমতাজকে পঁচা ডিম আর জুতা নিক্ষেপ

দুই মামলার রিমান্ড শুনানি শেষে প্রিজন ভ্যানে উঠানোর সময় আদালত চত্বরেই মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে লক্ষ্য করে পঁচা ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে এই ঘটনা ঘটে। 

এদিন সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। পরে তাকে সিংগাইর থানার হত্যা মামলায় চার দিন এবং হরিরামপুর থানার ভাঙচুর মামলায় দুই দিন- মোট ছয় দিন রিমান্ড দেন আদালত।

মমতাজকে আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কিও হয়। এরপর কঠোর নিরাপত্তায় মমতাজকে পিজনভ্যানে তোলার সময় তাকে পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক কর্মী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নানা মিথ্যাচার করেছে এই মমতাজ। সেসব কথা আমাদের অন্তরে আঘাত দিয়েছে। মনে পড়লে আজও কষ্ট লাগে। সে জন্য মমতাজের গায়ে পঁচা ডিম মেরেছি।’

আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করে ২০২৪ সালের ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরও একটি মামলা হয়।

এ বিষয়ে কোর্ট ইনেপেক্টর আবুল খায়ের জানান, ‘আজ (বৃহস্পতিবার) পৃথক দুটি মামলায় আদালতের মমতাজের রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে দুই দিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।’

মমতাজ বেগম নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। পরবর্তীতে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 

তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দলটির সাবেক এই এমপি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×