নলছিটিতে ভুট্টা খেতে গাঁজা চাষ, ২ যুবক আটক
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশঃ ১০:১৩ এম, ০২ মে ২০২৫

ঝালকাঠির নলছিটিতে ১৪টি গাঁজা গাছসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. সেলিম উদ্দিন।
আটক হওয়া দুই যুবক হলেন - ফুলহরি গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩২) ও সবুজ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (১৯)।
ওসি মো. সেলিম উদ্দিন জানান, ভুট্টা খেতে গাঁজা চাষ করা হয়েছে, এ ধরনের সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১৪টি গাঁজা গাছসহ দু’জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ অঞ্চলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।