সুনামগঞ্জে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ


সুনামগঞ্জে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ

সুনামগঞ্জের ১৮ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের শংঙ্কায় হাওরের শতভাগ ধান কাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদফতরের সকল ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দ্রুত হাওরের পাকা ধান কাটার নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন ও আগাম বন্যার করণীয় সম্পর্কে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এ সব কথা বলেন।

তিনি বলেন, ১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে সপ্তাহ ব্যাপী বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের শংঙ্কা রয়েছে। এতে হাওরের ধান ইতিমধ্যে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে।  তাই কৃষকদেরকে অনুরোধ জানাব ধান পাকার সাথে সাথে ধান কর্তন করতে হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, সুনামগঞ্জ ও ভারতের  চেরাপুঞ্জিতে বৃষ্টির শঙ্কা থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এ-সময় উপস্থিত ছিলেন, কৃষি অধিদফতরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×