মিয়ানমারের ছোড়া গুলিতে বাংলাদেশিসহ আহত দুই


মিয়ানমারের ছোড়া গুলিতে বাংলাদেশিসহ আহত দুই

বান্দরবানে জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামের স্থানে জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে।

আহত বাংলাদেশি জাহাঙ্গীর আলম (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। তিনি রোহিঙ্গা বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও হোসাইন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে। ধারণা করা হচ্ছে, কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় হোসাইনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছে বলে ধারণা স্থানীয়দের।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. মাসরুরুল হক বলেন, ‘আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। বাংলাদেশি আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন।’

তবে কি কারণে তাদের গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×