ঝালকাঠিতে ভাইকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড


ঝালকাঠিতে ভাইকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের রুহুল আমিনকে (৫০) হত্যায় তার ভাই ফিরোজ হাওলাদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রুহুল ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বুধবার (২৯ জানুয়ারি) ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এর আগে এক এনজিও কর্মীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন রুহুল আমিন। পরে তিনি কারাদণ্ড ভোগ করে ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পান। বাড়িতে ফিরে জমি নিয়ে ভাইবোনদের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। ওই বছরের ২৩ সেপ্টেম্বর তার ভাই ফিরোজ হাওলাদার ঘরের টিন খুলতে গেলে রুহুল আমিন বাধা দেয়। এক পর্যায়ে ফিরোজ হাওলাদার তার বসতবাড়ির সামনে বসা অবস্থায় রুহুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। ওইদিন রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজ হাওলাদার।

এ ঘটনায় ফিরোজ হাওলাদারের স্ত্রী রানী বেগম বাদী হয়ে কাঠালিয়া থানায় মামলা করেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আজ রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষে পিপি মো. মাহেব হোসেন ও আসামি পক্ষে খান শহিদুল ইসলাম মামলা পরিচালনা করেন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×