
রাজধানীর উত্তরায় দায়িত্ব পালনকালে এক নিরাপত্তারক্ষীকে মারধর করে তার লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে অপহরণ করা হয়েছে বলেও দাবি করা হলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, উত্তরা এলাকায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত মাহবুব (৫৬) নামের এক নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় তার সঙ্গে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগানটি ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর একজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠে আসে।
শটগান ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে শুক্রবার রাতে তিনি ঘটনাস্থলে যান। এসআই কামরুল ইসলাম বলেন, রাতে ৫-৭ জনের একটি দল দায়িত্বে থাকা এলিট ফোর্সের ওই নিরাপত্তারক্ষীকে মারধর করে তার কাছ থেকে শটগানটি নিয়ে যায়। তবে অপহরণের বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেননি।
পুলিশ আরও জানায়, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। অন্ধকারের কারণে এলাকায় থাকা সব ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় আদৌ কেউ অপহৃত হয়েছে কি না, সে বিষয়টিও যাচাই করছে পুলিশ।