
রাজধানীতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে র্যাব গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার নয়, রবিবার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আবুল কাশেম এবং মাতার নাম মোসা. ফুরকোন। পেশায় তিনি শ্রমিক এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় বসবাস করেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, "গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে শরিফ ওসমান হাদি রিকশাযোগে বাসায় ফেরার পথে বিজয়নগর ক্রসিং এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে ধরা হয়েছে।"
তিনি আরও বলেন, হামলার পর সংবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। বিআরটিএ যাচাই শেষে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানের নাম নিশ্চিত করা হয়। এরপর ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন। পুলিশের ধারণা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হওয়ায় তিনি হত্যাচেষ্টার মামলার সঙ্গে জড়িত থাকতে পারেন এবং বিষয়টি তদন্ত চলছে।
উল্লেখ্য, ঢাকার রাজধানীতে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনি প্রচারণার সময় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং অপারেশন শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।