জাকসু নির্বাচন: রবিবার সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ
- জাবি প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের নিরাপত্তা বিবেচনা করে আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।
এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উপ-উপাচার্য (প্রশাসন) এবং উপাচার্য। প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর শিগগিরই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত নির্দেশনা প্রদান করবে।
প্রশাসনের এক সূত্র জানিয়েছে, “আগামী রবিবার সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা যেমন চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং নিরাপত্তা টিম সচল থাকবে। সোমবার ক্লাস শুরু হবে, কিন্তু ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে।”
উল্লেখ্য, জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ভোট গণনা এখনও চলমান রয়েছে এবং ফলাফল দুইটার পর প্রকাশের সম্ভাবনা রয়েছে।