জাকসু নির্বাচন বর্জনের পর জাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল


জাকসু নির্বাচন বর্জনের পর জাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ক্যাম্পাসে এই মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নতুন কলাভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শ্লোগান দেন— “বয়কট বয়কট, জাকসু বয়কট”, “প্রহসনের জাকসু, বয়কট বয়কট।”

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জানিয়েছেন, মিছিলে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×