রাত পোহালেই জাকসু নির্বাচন: প্রস্তুতি সম্পন্ন, নজিরবিহীন নিরাপত্তা
- জাবি প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৪৪ এম, ১১ সেপ্টেম্বর ২০২৫

তিন দশকেরও বেশি সময় পর, অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ যা একযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি হলে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় নির্বাচনী প্রস্তুতির সব কাজ শেষ করেছে জাকসু নির্বাচন কমিশন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নির্বাচন পরিচালনার জন্য ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। দায়িত্বে থাকছেন ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমানসংখ্যক কর্মকর্তা সহায়ক পোলিং অফিসার হিসেবে। ভোট গণনা সম্পন্ন হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে।
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসে মোতায়েন থাকবে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকাতেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
নির্বাচন উপলক্ষে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব গেট বন্ধ থাকবে, শুধুমাত্র মীর মশরারফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট খোলা রাখা হবে।
নির্বাচনের দিন (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সব ভাসমান দোকান, টারজান পয়েন্ট ও বিভিন্ন ভবনের আশেপাশের দোকান, যেমন নতুন কলা ভবনের মুরাদ চত্বর, পুরাতন পরিবহন চত্বর ও প্রান্তিক গেটসংলগ্ন মার্কেটের দোকানসমূহ।
তবে, আবাসিক হলগুলোর ক্যান্টিন ও অভ্যন্তরীণ দোকানগুলো খোলা থাকবে, এবং পর্যাপ্ত খাবার মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আজ সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের গোল স্টিকারযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।
আগামীকাল স্টাফ বাসগুলো কেবল প্রান্তিক গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
জাকসু নির্বাচনে এবার ২৫টি পদে মোট ১৭৮ জন প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।