থার্টি-ফার্স্ট ঘিরে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদেরও কঠোর নির্দেশনা


November 16/jabi-1735577991.jpg

ইংরেজি নববর্ষ উদযাপনে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে থার্টি-ফাস্ট উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বহিরাগতদের প্রবেশসহ উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড বন্ধে শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে স্ব স্ব হলে ফেরা এবং বিকাল ৪টার পূর্বেই সকল বহিরাগতদেরকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ২ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বহিরাগত ব্যক্তি ও স্টিকারবিহীন যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসময়ে প্রান্তিক গেট ব্যতীত অন্য সব গেট বন্ধ থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও কড়া নির্দেশনা দেয়া হয়েছে। রাত ১০টার মধ্যে হলে প্রবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। হলে বা ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, উস্কানিমূলক বক্তব্য বা উচ্ছৃঙ্খল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের অনুষ্ঠান, ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফোটানো, ফানুস উড়ানো, ডিজে পার্টি এবং মাদকদ্রব্য সেবনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮” অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পরিচয়পত্র বহনের নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্যাম্পাসের দোকানপাট রাত ১০টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রশাসন।।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×