
দেশে চলমান গ্যাস সংকটের মাঝেই স্বস্তির খবর। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) রশিদপুর গ্যাসক্ষেত্রের পুরোনো ৩ নম্বর কূপ পুনরায় সচল করে জাতীয় গ্রিডে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই নতুন সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রশিদপুর গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুমন বিকাশ দাস জানান, “এই গ্যাসফিল্ড থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।”
এসজিএফএল সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত ৩ নম্বর কূপটির সংস্কার কার্যক্রম শেষ করে নতুন করে উৎপাদন চালু করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, আগামী ১০ বছর পর্যন্ত এই কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব হবে। বর্তমানে কূপটিতে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাজারদরে (প্রতি ঘনমিটার ৬৫ টাকা) হিসাব করলে এ গ্যাসের আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক বলেন, “কূপটিতে গ্যাসের চাপ ভালো রয়েছে। ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্যে ওয়ার্কওভার কার্যক্রম চলবে।” তিনি আরও জানান, বাপেক্সের কার্যক্ষমতা বাড়াতে নতুন জনবল নিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বর্তমানে রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১টি কূপের মধ্যে সাতটি থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন এই সংযোজনের ফলে সিলেট অঞ্চলের ১৪টি কূপ থেকে প্রতিদিনের মোট গ্যাস সরবরাহ ১০৫ মিলিয়ন ঘনফুট ছাড়িয়ে গেছে।
উল্লেখযোগ্যভাবে, গত দুই বছরে সিলেটের ছয়টি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে, যার সর্বশেষ সংযোজন রশিদপুর-৩ কূপ। সংশ্লিষ্টরা একে জাতীয় পর্যায়ে জ্বালানি নিরাপত্তায় একটি বড় সম্ভাবনা হিসেবে দেখছেন।