
ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা ও অনেক সংগঠন। রোববার (২৩ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার কর্মসূচি: রোববার বিকাল ৩টায় ঢাকার ধানমন্ডি ভিনটেজ কনভেনশন হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী ‘মাতৃভাষার চলচ্চিত্র উৎসব ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি এ উৎসবের উদ্বোধন করবেন। বাংলা ভাষার চলচ্চিত্রসহ দেশের চাকমা, মারমা, ম্রো বম, গারো ও সাঁওতাল ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে।
বিএনপির কর্মসূচি: রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানায় কর্মশালা অনুষ্ঠিত হবে। রোববার দুপুর ২টায় গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহদী আমীন এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও ৩১ দফা কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। দুপুর ২টায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ (লোকেশন- বারিধারা জে ব্লক, রোড নম্বর- ২০) ভাটারা থানায় এটি অনুষ্ঠিত হবে।
ছাত্রশিবিরের কর্মসূচি: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবাদ সম্মেলন হবে। রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাবির মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন হবে।