
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়া একটি নৌযান তিন দিন ধরে সাগরে ভাসার পর কক্সবাজারের কুতুবদিয়া লাইটহাউস থেকে প্রায় ২০ মাইল দূরে নৌবাহিনী উদ্ধার করেছে ১৩ জেলেকে।
রোববার (৯ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, গতকাল সন্ধ্যায় সাগরে ভাসমান অবস্থায় জেলেরা নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করেন। তারা আলো জ্বালিয়ে এবং হাতের সংকেত প্রদর্শন করে নৌবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। সংকেত দেখে সাগরে টহল দিচ্ছিল নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ দ্রুত তাদের দিকে এগিয়ে আসে এবং ট্রলারসহ জেলেদের উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌযানটির ইঞ্জিন গত বৃহস্পতিবার থেকে বিকল ছিল। জেলেদের নিরাপদে তীরে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং নৌযান মালিকপক্ষে ফেরত দেওয়া হয়েছে।