
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠক মূলত ট্রাম্পের জন্য ‘শোনার সুযোগ’ হিসেবে পরিকল্পিত। বৈঠকের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানের কোনো সম্ভাবনা নেই বলে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে।
মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, “যুদ্ধের সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে কেবল একটি পক্ষই এই বৈঠকে উপস্থিত থাকবে। তাই প্রেসিডেন্ট সেখানে যাচ্ছেন, যাতে তিনি আরও স্পষ্টভাবে ও ভালোভাবে বুঝতে পারেন কীভাবে আমরা এই সংঘাতের সমাপ্তি আনতে পারি। এটি প্রেসিডেন্টের জন্য একটি শোনার সুযোগ।”
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্প ও পুতিন একান্তে বৈঠক করবেন। এছাড়া ভবিষ্যতে ট্রাম্পের রাশিয়া সফরের সম্ভাবনা রয়েছে। লেভিট বলেন, “সম্ভবত ভবিষ্যতে রাশিয়া সফরের পরিকল্পনা থাকতে পারে।”
তবে বৈঠকের আগে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসিত হয়নি। ট্রাম্প আগে বলেছেন, এই রক্তক্ষয়ী সাড়ে তিন বছরের সংঘাত শেষ করতে হলে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সংবিধান এই ধরনের চুক্তিকে অনুমোদন দেয় না এবং ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়।
হোয়াইট হাউস পুতিন ও জেলেনস্কির মধ্যে চলমান আলোচনার বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে সোমবার ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে পুতিনের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
লেভিট আরও বলেন, “প্রেসিডেন্ট সংঘাতে জড়িত সকল পক্ষকে গভীরভাবে সম্মান করেন এবং যারা এই সংঘাতের সমাধানে চেষ্টা চালাচ্ছেন, তাদেরও সম্মান করেন।”