
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, জামায়াত ইসলামী কখনোই স্বাভাবিক ও সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসতে পারে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। অন্য দল তাদেরকে সহায়তা করেছে। কেউ তাদের আগে নিয়ে এসেছে, তারপরও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।”
শ্রিংলা আরও মন্তব্য করেন, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার মাধ্যমে “অনেক বড় ভুল” করেছে। তার মতে, এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের অবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।
তিনি বলেন, “বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমি সেখানকার হাইকমিশনার ছিলাম। তাদের সরকার নির্বাচিত নয়, এটি অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচনে জয়ী হয়ে আসেনি, মানুষ তাদের নির্বাচিত করেনি। খুব সহজভাবে বলতে গেলে, তারা ক্ষমতা দখল করেছে। এই সরকারের নেওয়া সিদ্ধান্ত দেশের ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর।”