
রাজধানীর বনানী ও টেকনিক্যাল মোড় এলাকায় শিক্ষার্থী এবং পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধে মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজট তৈরি হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা বনানী চেয়ারম্যান বাড়ির এলাকায় অবস্থান নেন। তাদের সড়ক অবরোধের কারণে আউট গোয়িং যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। বনানী থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
একই সময়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এতে সেখানেও যানচলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।
মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম পরিচালনা করছে।
গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুকে জানিয়েছে, উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ আউট গোয়িং রুটে ডাইভারশন ব্যবস্থা করেছে। মহাখালী বা জাহাঙ্গীর গেটের দিকে থেকে উত্তরমুখী যানবাহন আমতলী-গুলশান ১, গুলশান ২ হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নাম্বার রোড ব্যবহার করতে পারবে।