
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ঢাকা-উত্তরবঙ্গের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।
রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর মহাসড়ক বন্ধ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী এবং উত্তরবঙ্গগামী লেন অবরুদ্ধ করে বিক্ষোভ চালাচ্ছেন।
এর আগে ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছিলেন। ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। গতকাল পর্যন্ত চলা আন্দোলনের মধ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত অনুমোদন দাবি করেছিল তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ৯ বছর আগের স্থাপিত এই বিশ্ববিদ্যালয় এখনও ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে পাঁচটি বিভাগে— বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনায় একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে অধ্যয়নরত শিক্ষার্থী ১২০০, শিক্ষক ৩৪, কর্মকর্তা ৫৪ এবং কর্মচারী ১০৭ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব দিলেও এখন পর্যন্ত অনুমোদন পায়নি। ২০২৫ সালের জন্য ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে, যা একনেকে নীতিগতভাবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তবে শিক্ষার্থীরা দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।