
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সূত্রাপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ ওরফে লিপু (৪৯)-কে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ।
রোববার (২০ জুলাই) ভোরে রাজধানীর ওয়ারি থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শ্যামপুর থানা পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিএমপির একটি দল তাকে গ্রেফতার করে। লিপুর বিরুদ্ধে ওয়ারি ও শ্যামপুর থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগ উল্লেখযোগ্য।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।