
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির মতে, এ সিদ্ধান্ত সন্ত্রাসবাদীদের পুরস্কৃত করার সমান এবং এমন আন্তর্জাতিক পদক্ষেপ তারা কোনোভাবেই গ্রহণ করবে না। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা। তাদের দাবি, এই উদ্যোগকে উসকে দিয়েছে ব্রিটেনে সক্রিয় মুসলিম ব্রাদারহুড। ইসরায়েলি মন্ত্রণালয়ের ভাষ্যে, হামাস নেতারাও প্রকাশ্যে বলেছেন, এটি ৭ অক্টোবরের হামলার ফলাফল।
প্রতিক্রিয়ায় আরও এগিয়ে গেছেন দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে হত্যাকারী হামাস গোষ্ঠীকে পুরস্কৃত করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাতিল করা উচিত।” তিনি আরও ইঙ্গিত দেন যে, পরবর্তী ক্যাবিনেট বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের প্রস্তাব উত্থাপন করবেন।
অন্যদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এর পরপরই কানাডা ও অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত জানায়।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। জি-৭ গোষ্ঠীর মধ্যে প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে লন্ডন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।
ঘোষণার কিছু ঘণ্টা আগেই ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে দাঁড়ানোর জন্য এটাই উপযুক্ত সময়।” তবে তিনি এও পরিষ্কার করেন যে, এই স্বীকৃতির মাধ্যমে রাতারাতি ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না।