.png)
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাতে বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার একটি ক্লাসরুমে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা পরিচালনা করার অভিযোগে মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জরিমানা কার্যকর করা হয়।
প্রশাসন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার ক্লাসরুমে তার পক্ষে নির্বাচনী সভা আয়োজন করা হয়—যার খবর পেয়ে প্রশাসনের অভিযান চলে।
জরিমানার বিষয়ে সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন বলেন, “নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসার সুপার ইউসুফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযান ও অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম ইত্তেফাক ডিজিটালকে বলেন, “বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আমাদের দলীয় কোনো কর্মসূচি ছিল না। স্থানীয় কয়েকজন নারী হয়তো স্বেচ্ছায় কোনো অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তবে এটি শুরুর কিছুক্ষণ পর শেষ হয়ে গেছে।”
অপরদিকে, মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলী জানান, “নিচ তলায় নতুন বই বিতরণের জন্য একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেছিলেন। মাদ্রাসায় জামায়াতে ইসলামী সম্পর্কিত কোনো কর্মসূচি হয়নি। উপর তলায় কি কোনো সভা হয়েছে, তা আমার জানা নেই।”
জানা গেছে, মো. ইউসুফ আলী বর্তমানে কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামী আমীরের দায়িত্বও পালন করছেন।