
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালাতে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংস্থার সূত্রে জানা গেছে।
এর আগে, গত ১৭ জুন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার পাশাপাশি সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখবেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা।
দুদকের এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, মাগুরা-১ ও অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং সম্পর্কিত অভিযোগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দায়ের হওয়া মামলা নং-১৫ (তারিখ: ১৭/০৯/২০২৫) এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে।