
দক্ষিণ এশিয়ার চারটি দেশ ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটান অস্ট্রেলিয়ার নতুন ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দেশগুলোর শিক্ষার্থী ভিসা আবেদন যাচাই-বাছাই এখন আরও কঠোর করা হয়েছে।
গত বছর অস্ট্রেলিয়ায় ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর প্রায় এক-তৃতীয়াংশই এই চার দেশ থেকে আসে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “প্রকৃত শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখা এবং ঝুঁকি আরও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে।” তিনি আরও যোগ করেন, এই পদক্ষেপ অস্ট্রেলিয়ায় মানসম্মত শিক্ষার প্রতি আগ্রহী প্রকৃত শিক্ষার্থীদের সুবিধা দেবে এবং তারা আস্থা রাখবে যে, তারা একটি উচ্চমানের শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করছে।
অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রাক্তন উপ-সচিব ড. আবুল রিজভী এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ আখ্যায়িত করেছেন। তার মতে, এই ধরনের ক্যাটাগরি সাধারণত বছরে একবারই আপডেট করা হয়।