
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক তথ্যের সঙ্গে যুক্ত আরব আমিরাত সরকারের কোনো সম্পর্ক নেই যেখানে বলা হয়েছিল তারা বাংলাদেশিসহ নয়টি দেশের শ্রমিক ও পর্যটক ভিসা বন্ধ করেছে। এই গুজব সরিয়ে রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে জানান, যেই ওয়েবসাইট থেকে এই ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে, সেটি ইউএই সরকারের কোনো সরকারি সাইট নয়।
১৭ সেপ্টেম্বর ইউএই ভিসা অনলাইন নামে একটি অনলাইন পোর্টালে বাংলাদেশসহ নয়টি দেশের ভিসা নিষেধাজ্ঞার তথ্য প্রকাশ পায়। এরপর ২০ সেপ্টেম্বর বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমেও এই খবর উঠে এবং দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
তবে, বাংলাদেশের দূতাবাস বিষয়টি স্পষ্ট করেছে যে, এই ধরনের কোনও নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা তাদের কাছে আসেনি। দূতাবাস আরও জানিয়েছে, সাপ্তাহিক ছুটির পর আমিরাত সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রামাণিক ঘোষণার বাইরে ভিসা সংক্রান্ত কোনো গুজবে আস্থা না রাখার অনুরোধ জানিয়েছেন।