
দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অচলাবস্থা শিগগিরই দূর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক। এজন্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে আলোচনা করেই এই সমস্যা সমাধান সম্ভব। শিগগিরই এসব ঘটনার সমাধান হবে।
উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষা ব্যাহত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। তবে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
তিনি নিশ্চিত করেছেন, চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।