
তরুণদের শ্রেণিকক্ষে ফিরে গিয়ে দেশ গঠনে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি কিছুটা অস্থির হলেও, তা আমরা বিচক্ষণতার মাধ্যমে কাটিয়ে উঠতে পারি।
শনিবার (২ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আবরার বলেন, আমরা রাষ্ট্র থেকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে আলাদা সুবিধা দিইনি। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কোনো বাড়তি নম্বর দেওয়া হয়নি। শিক্ষার্থীরা তাদের প্রকৃত মূল্যায়নের ভিত্তিতেই ফল পেয়েছে। ফল প্রকাশে কোনো আড়ম্বর ছিল না, বরং দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক ফল প্রদান করা হয়েছে। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে শিক্ষাব্যবস্থাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।
তিনি বলেন, বহুদিন শিক্ষায় মুক্তচিন্তার অভাব ছিল বলেই কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ছাত্র-জনতার চেতনায় যে শক্তি ছিল, তা দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। এখন সময় এসেছে সেই চেতনায় শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার।
ড. আবরার আরও জানান, সরকার শিক্ষার আন্তর্জাতিক মান বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, যা আগামী দিনে বাস্তবায়ন হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্বে) মো. মজিবর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান।
সভায় প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও পানি-বিজ্ঞানী ড. জসীম উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
আলোচনায় বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে শিক্ষা খাতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও মুক্তবুদ্ধির ভিত্তিতে ঢেলে সাজানোর আহ্বান জানান।