
তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাওয়ার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা শুরু করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি তাদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ।
বুধবার (২৭ আগস্ট) সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে তারা যমুনার দিকে যাত্রা করেন।
আন্দোলন চলাকালে শাহবাগ এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় শিক্ষার্থীদের স্লোগানে। তারা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’ এসব স্লোগান দেন।
তাদের তিনটি মূল দাবি হলো: ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করা, দশম গ্রেডের পদে ডিপ্লোমাধারীদের ১০০ শতাংশ কোটা বাতিল করে উন্মুক্ত আবেদন নিশ্চিত করা, এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
দাবি আদায়ে শিক্ষার্থীরা আরও কর্মসূচির পরিকল্পনা করছেন বলে জানা গেছে।