
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে দেশে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ অনুপস্থিত বলেও অভিযোগ করেন জাপা মহাসচিব।
তবে তিনি আশাবাদ প্রকাশ করে জানান, সরকার যদি আন্তরিকতা দেখায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে আগামী ছয় মাসের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভব।
নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দলের অবস্থান জানতে চাইলে শামীম হায়দার বলেন, “আমরা সরকারের কার্যক্রম ও নির্বাচন কমিশনের ভূমিকা পর্যবেক্ষণ করছি। সেই অনুযায়ী জাতীয় পার্টি তার সিদ্ধান্ত নেবে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, নির্বাচন কমিশন একটি পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়েছে এবং নিবন্ধিত দলগুলোর প্রাপ্য অধিকার নিশ্চিতে উদাসীন রয়েছে। অথচ, কমিশন অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপে বসছে যা গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে।
এ সময় দলীয় কোন্দল নিয়ে শামীম হায়দার বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী, যাদের বহিষ্কার করা হয়েছে, তারা এখনও বহিষ্কৃতই রয়েছেন। তিনি বলেন, কেউ কেউ আদালতের রায়কে ভুল ব্যাখ্যা করে নিজেদের নেতা দাবি করছেন, যা আইনি ভিত্তিহীন।
তিনি আরও জানান, বহিষ্কৃত ব্যক্তিরা কোনোভাবেই কাউন্সিল আহ্বান করতে পারেন না বা দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারেন না।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।