
দুর্গাপূজা চলাকালে গুজব রটিয়ে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে একটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে তিনি এই সতর্কবার্তা দেন।
“যদি কোনো খবর আসে, সেটি যাচাইয়ের সুযোগ আমাদের দিতে হবে,” বলেন তিনি। “মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সত্য হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে,” যোগ করেন তিনি।
র্যাবের এই শীর্ষ কর্মকর্তা জানান, দুর্গাপূজার প্রথম দিন থেকে এ পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, প্রতিটি ক্ষেত্রেই আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেশজুড়ে পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। “বিভিন্ন মণ্ডপে র্যাবের টহল টিম মোতায়েন রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দারাও মাঠে আছেন,” উল্লেখ করেন তিনি।
এছাড়া গুজব প্রতিরোধে র্যাবের সাইবার টিম ২৪ ঘণ্টা অনলাইনে নজরদারির কাজ করছে বলে জানান অতিরিক্ত ডিআইজি খালিদুল হক।
মণ্ডপ কমিটিগুলোর উদ্দেশে তিনি বলেন, “দিনরাত ২৪ ঘণ্টা ভলান্টিয়ার রাখুন। পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। বিশেষ করে মা-বোন ও শিশুরা যেন নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারে সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে।”
সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আশা করছি এবারের পূজাটি সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পারব। সবাই মিলে আমরা এবারের উৎসবটি সুন্দরভাবে শেষ করতে সক্ষম হবো।”