
তুরস্ক ইন্দোনেশিয়াকে ৪৮টি নিজস্ব উৎপাদিত পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে। বুধবার (১১ জুন) জাকার্তায় অনুষ্ঠিত ইন্দো ডিফেন্স ২০২৫ প্রদর্শনীতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই চুক্তির ঘোষণা দেন।
তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান আগামী বছর থেকে উড়ান শুরু করবে এবং ২০২৮ সালের মধ্যে সামরিক বহরে যুক্ত হবে।
এই চুক্তির মাধ্যমে তুরস্কে নির্মিত যুদ্ধবিমানগুলোতে ইন্দোনেশিয়ার প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে সমন্বয় করে করে তৈরি করা হবে। এটি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে তার প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। তুরস্কের সঙ্গে এই চুক্তি দেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে।
তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্যও ইন্দোনেশিয়ার কাছে যুদ্ধ বিমান বিক্রির চুক্তিটিকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। যা আন্তর্জাতিক অস্ত্র বাজারে তুরস্কের অবস্থান শক্ত করবে।
এদিকে, পাকিস্তান ও আজারবাইজানও যুদ্ধবিমান ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। খবর আন্দালুসিয়া।