
অসুস্থ হয়ে হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে বাসায় ফিরেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসকের পরামর্শমতে আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা।
এছাড়া ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিওক্লিপ তিশা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বসিত মেয়ে ইলহাম দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করছে। ছোট্ট ইলহামের সেই আনন্দঘন মুহূর্ত সত্যিই মন ছুঁয়ে যায়।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী (শনিবার) সুস্থ হয়ে বাসায় ফিরলেন।’
এর আগে গত সপ্তাহে চার দিনের সরকারি সফরে কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত হন মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। এদিন রাত সাড়ে ১০টার পর ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সে কক্সবাজার থেকে ঢাকায় ভর্তি করানো হয় হাসপাতালে।
ফারুকীর চিকিৎসায় পরদিন বোর্ড মিটিং হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে তার অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। গত রোববার তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।
আপাতত চিকিৎসকের পরামর্শে আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে ফারুকীকে।