
ভোলা-১ আসনে বিএনপি ও বিজেপি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ভোলা-১ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। একই আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তবে পার্থকে জোটের মনোনয়ন দেওয়া হয়েছে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে বিএনপির সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভ মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ঘুরে নতুন চত্বরে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে ব্যাপক তছনছ চালায় এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর লিফলেট উড়িয়ে উল্লাস করে বিএনপির কর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন বিজেপির নেতাকর্মীরা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।