
তিন দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এই সফরে সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা জোরদার করে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য নিয়ে আলোচনা করবে দুই দেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী।
সফরকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
সোমবার তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এদিকে, ভুটানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে এক বৈঠকে শেরিং তোবগেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক ইউনূস। অধ্যাপক ইউনূসকে নিজের ‘ব্যক্তিগত অনুপ্রেরণা’ হিসেবে উল্লেখ করেন ভুটানের প্রধানমন্ত্রী। তিনি ইউনূসকে স্নেহভরে ‘আমার অধ্যাপক’ বলেও সম্বোধন করেন এবং উষ্ণতার সঙ্গে আমন্ত্রণটি গ্রহণ করেন।