
১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার ভাষণ রেকর্ড করা হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন।
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন–পূর্ব সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে সিইসি ও অন্যান্য কমিশনাররা বসে তফসিল ঘোষণার সময়সূচি ঠিক করবেন।
ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের বর্তমান অগ্রগতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সৌজন্য বৈঠকে রাষ্ট্রপতি বিশেষভাবে খোঁজ নেন—
১. ভোটার তালিকা হালনাগাদের অগ্রগতি
২. রাজনৈতিক দল নিবন্ধনের বর্তমান পরিস্থিতি
৩. একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের কারিগরি ও লজিস্টিক প্রস্তুতি
৪. ব্যালট পেপারের রং এবং বিতরণব্যবস্থা
৫. মক ভোটিংয়ে সময় লাগার গড় হিসাব
৬. ভোট গণনায় ব্যবহৃত প্রযুক্তিগত প্রক্রিয়া
সব তথ্য শোনার পর রাষ্ট্রপতি প্রশংসা করেন বলেও জানান সচিব।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি বিদেশে ভোট গ্রহণ (Out of Country Voting) এবং দেশে পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রযুক্তিগত কাঠামো নিয়েও আগ্রহ দেখিয়েছেন। এসব ব্যবস্থা স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি হচ্ছে শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
নতুন প্রস্তাবিত ভোটগ্রহণ সময়—সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট—রাষ্ট্রপতি যৌক্তিক বলে মন্তব্য করেছেন।
ইসি সচিব আখতার হোসেন জানান, রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্বের সর্বোচ্চ প্রয়োগ করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবেন, যাতে ভোটাররা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার পায়।