
ঢাকা- ৬ আসনের সাবেক সাংসদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ৭৯টি ব্যাক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
প্রসঙ্গত, সাঈদ খোকন একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি এ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা ৬ আসনের সাবেক সাংসদ।