
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড বাস্তবায়নের বিষয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, “বেতন কমিশন রয়েছে, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের অবস্থানগুলো সেখানে পৌঁছে দিয়েছি। সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলেছি, যেন এটি কার্যকর করা যায়। আশা করতে পারি, এটি বাস্তবায়ন হবে।”
শনিবার (১৩ ডিসেম্বর) ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, “পরীক্ষা রেখে আন্দোলন করা যুক্তিযুক্ত হয়নি। আমরা তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। আমরা এটি কার্যকর করার চেষ্টা করছিলাম। তবে শিক্ষকরা বিষয়টি বুঝে আন্দোলন প্রত্যাহার করেছেন। আন্দোলনের কারণে বাচ্চাদের মন খারাপ হয়েছে। কিন্তু পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেটি পূরণ হবে।”
নতুন বইয়ের বিষয়ে তিনি বলেন, “প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে সব বই আমরা হাতে পেয়ে গেছি।”
শিক্ষা মানোন্নয়নের পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা বলেন, “শিক্ষক হওয়ার আগে কোর্সটি চালু করা হচ্ছে, যা জানুয়ারি থেকে শুরু হবে। এর আগে দেশে এমন ব্যবস্থা ছিল না। যারা শিক্ষায় আগ্রহী এবং শিক্ষক হতে চান, তারা ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্সটি সম্পন্ন করবেন। এতে তারা পেশাগতভাবে দক্ষ হবেন এবং শিক্ষাজগতে নিবেদিতপ্রাণ মানুষ তৈরি হবে। ফলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসবে।”
শিক্ষক নিয়োগের যোগ্যতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য প্রাক-যোগ্যতার প্রয়োজন। অনেক দেশে শিক্ষক হওয়ার আগে লাইসেন্স দেওয়া হয়। যেমন চিকিৎসকরা এমবিবিএস পাসের পর বিএমডিসি থেকে লাইসেন্স নেন। শিক্ষক ক্ষেত্রেও অদূর ভবিষ্যতে এমন ব্যবস্থা আমাদের দেশেও চালু হবে।”
নেপ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি পরিচালনায় ২০২৬ সালের জানুয়ারি থেকে ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রাম শুরু হবে। দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পাইলট ভিত্তিতে এ প্রোগ্রাম চালাবে। পিটিআইগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর ও বগুড়া। ১০ মাস মেয়াদি প্রোগ্রামটি অনাবাসিক ও বৈকালিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।