
রাষ্ট্র ও গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বিচার বিভাগের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। বিচারব্যবস্থা দুর্বল হলে সংবিধানও নির্বাচকের মতো হয়ে পড়ে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস হয়।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিচার বিভাগের সংস্কার কোনো সৌন্দর্যবর্ধন নয়; বরং ন্যায় ও গণতন্ত্র রক্ষার লড়াই।"
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, “জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয়, বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাড়া- এই তিনটি গুণ তখন জনমানসে প্রধান সুর হয়ে ওঠে।”
তিনি আরও উল্লেখ করেন, “২০২৪ সালের সেপ্টেম্বরের সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে।”