
স্পেনের একটি বিমানবন্দরে ঘটেছে বিস্ময়কর এক ঘটনা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় নিজেদের নাবালক ছেলেকে বিমানবন্দরে রেখে ছুটি কাটাতে বিমানে উঠে পড়েন এক দম্পতি।
দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর বরাতে জানা যায়, লিলিয়ান নামের এক এয়ার অপারেশন কোঅর্ডিনেটর এই ঘটনার ভিডিও টিকটকে প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়।
ঘটনার বিবরণ অনুযায়ী, ছুটিতে যাওয়ার উদ্দেশ্যে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তান বিমানবন্দরে উপস্থিত হন। তবে নিরাপত্তা চেকের সময় দেখা যায়, ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এই অবস্থায় দম্পতি ছেলেকে টার্মিনালে রেখে দেন এবং জানান, একজন আত্মীয় এসে তাকে নিয়ে যাবেন।
তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ আসে না শিশুটিকে নিতে। এ সময় নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাবা-মা তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু ফেলে চলে গেছেন।
এ ঘটনায় চমকে যান কর্মকর্তারা। এরপর পুলিশ সংশ্লিষ্ট বিমানের ফ্লাইট এবং আসন নম্বর ট্র্যাক করে দম্পতিকে শনাক্ত করে। তারা তখন অন্য একটি বিমানবন্দরে অবতরণ করলেও, সেখানে পৌঁছার আগেই তাদের ব্যাগপত্র জব্দ করা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পরে তাদের ফিরিয়ে আনা হয় সেই বিমানবন্দরে, যেখানে তারা তাদের ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালেও জার্মানিতে এক দম্পতি একই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন, যেখানে তারা বিমানে ওঠার আগে ভুলে যান তাদের পাঁচ বছরের কন্যাকে।
এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং শিশু সুরক্ষা নিয়ে আরও কড়াকড়ি আরোপের দাবি উঠেছে।