
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে তার মাশুল সরকার মওকুফ করে দেবে।
রবিবার, ১৯ অক্টোবর, শাহজালালের কার্গো গেট ৮-এর সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “২ দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে তার মাশুল সরকার মওকুফ করে দেবে।”
তিনি জানান, ক্ষয়ক্ষতির অর্থমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে এবং আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত ও দক্ষভাবে কাজ করেছে।
“অর্থনৈতিক পরিমাণ নির্দিষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সঠিকভাবেই কাজ করতে পেরেছে। যত অভিযোগ আসছে সব আমলে নিয়েই তদন্ত করা হবে। সব কিছুই অনুসন্ধান করা হচ্ছে, শুরুতে মালামাল সরানোর মতো অবস্থা ছিল না,” বলেন বশিরউদ্দীন।
উল্লেখ্য, শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।