
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এটা বিশ্বাস করে রাজনীতি করেন, আমরা সঙ্গে আছি।”
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন মানে বঙ্গবন্ধুকে গালি দেওয়া, একইভাবে জিয়াউর রহমানকেও অসম্মান করা। তিনি বলেন, “জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ তাঁকে নিয়ে হাজার কথা বলতে পারে। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি যদি কালুরঘাট বেতারে বক্তৃতা করতাম, তাও আমি জিয়াউর রহমানের সমান হতাম না।”
তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের চেয়ে সেনাদের বক্তব্য শুনতে বেশি আগ্রহী ছিলেন। কাদের সিদ্দিকীর ভাষায়, “মানুষ মিলিটারিদের খুঁজছিল। তাদের বক্তব্য শুনে জনগণের মনে সাহস তৈরি হতো। সেই কারণেই তিনি শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরেও মন্তব্য করেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনা যতদিন ছিল, তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইতো না। শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটা কথাও আমি অপছন্দ করতে পারতেছি না। সবই পছন্দ হয়, আমি কী করুম?”
সভায় সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুস সবুর খান। এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীরসহ অন্যরা।