
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের কারা প্রার্থী হতে পারেন, তা নিয়ে যখন নানা আলোচনায় সরব রাজনৈতিক অঙ্গন, ঠিক সেই সময় পরিষ্কার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়ে দিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছাই তার নেই।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেছেন, “আমি সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও আমার নেই।”
জুলাই আন্দোলনের পর তিনি এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধানের দায়িত্ব ছেড়ে ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।