
নারী নেত্রীরা জাতীয় সংসদের ৩০০ আসনের অন্তত ৫০ শতাংশ, অর্থাৎ ১৫০টি আসন নারীদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) তারা এই প্রস্তাবনা নিয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর উইমেন অন্ট্রাপ্রেনিউর অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, “আমরা চাই– নারীর সংখ্যা বাড়ানো হোক। অন্তত ১০০টি সংসদীয় আসন নারীদের জন্য নির্দিষ্ট করা হোক। আমাদের লক্ষ্য হলো নারীরা যেন স্বচ্ছন্দে অংশগ্রহণ করতে পারে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারের কাছে বলতে চাই, নির্বাচনে আসা নারীদের সহায়তা দিতে হবে। আমেরিকা ও অন্যান্য দেশে এ ধরনের সহায়তা দেওয়া হয়। নারীরা যেন নিরাপদে ভোট দিতে পারেন, সেটাও আমরা আলোচনা করেছি।”
নাসরিন ফাতেমা আউয়াল বলেন, “আমরা চাই ৩০০টি আসনের মধ্যে অন্তত ১৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত হোক। নারীরা যেন নির্বাচনে অংশ নিতে পারেন, সেটি নিশ্চিত করতে চাই।”
নির্বাচনী তহবিলের সীমাবদ্ধতাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “নারীদের জন্য তহবিল সংগ্রহ অনেক কষ্টসাধ্য। পরিবার থেকেও সহজে ফান্ড পাওয়া যায় না, যা পুরুষরা নিয়মিত পেতে পারেন। সরকার যদি কিছু সহায়তা দেয়, তাহলে আরও বেশি নারী নির্বাচনে অংশ নিতে পারবেন।”
তিনি রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির কথাও বলেছেন। “দলগুলো কোথাও ৫ শতাংশ, কোথাও ৬ শতাংশ নারী মনোনয়ন দিচ্ছে। যদি এটি নির্ধারিত করা হয়, তাহলে সমতা বজায় থাকবে,” যোগ করেন তিনি।