
গাজাবাসীর জন্য ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি বাহিনী ভূমধ্যসাগরে ৪৩টি নৌযান আটক করেছে, যেগুলোর বেশিরভাগে মানবাধিকারকর্মী ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে শেষ হয়। মিছিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।
সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিছিলের উদ্দেশ্য ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানানো এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছানোর যাত্রায় সংহতি প্রকাশ করা।
মিছিল শেষে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, “ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদের মৌলিক অধিকার—খাবার, চিকিৎসাসহ সব মানবাধিকার হরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলো সাহায্য পৌঁছে দিতে চাচ্ছে, কিন্তু তা করা হচ্ছে না। বিশ্বের রাষ্ট্রগুলো সহযোগিতা না করে বিরোধিতা করছে। এমন রাষ্ট্রপ্রধানদের প্রতি আমরা ধিক্কার জানাই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রমুখ।