
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন।
সম্মেলনের মূল আয়োজনে আজ (সোমবার) উভয় নেতাকে উষ্ণভাবে আলিঙ্গন করতেও দেখা যায়।
পরে প্রধানমন্ত্রী মোদীর টুইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বৈঠকের জন্য তারা রিটজ কার্লটন হোটেলের উদ্দেশে একই গাড়িতে পাশাপাশি বসে রওনা হয়েছেন।
ছবিগুলোর সঙ্গে মোদী লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সব সময় আনন্দের!”
দুই নেতার এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর অর্ধেক, অর্থাৎ ২৫ শতাংশ, এসেছে রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর আরোপিত ‘পেনাল্টি’ হিসেবে।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনে সেই অর্থ পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার সুযোগ দিচ্ছে পুতিনকে।
এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো মন্তব্য করেছেন, ইউক্রেন যুদ্ধকে তিনি "মোদীর যুদ্ধ" বলেই আখ্যায়িত করেন।
ভারতের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, তারা আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ও অফারের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে, কার কাছ থেকে তেল কেনা হবে।
এখনও পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার কোনও ইঙ্গিত দিল্লি দেয়নি।
মোদী-পুতিন বৈঠকের অল্প কিছুদিন আগেই, মার্কিন অঙ্গরাজ্য আলাস্কাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন এক বৈঠকে মিলিত হন এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সূত্র: বিবিসি নিউজ বাংলা